Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নভেল করোনা (কোভিড ১৯) রোগে সংক্রমণ প্রতিরোধে করনীয়।
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা সমবায় অফিসারের কার্যালয়

দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

 

স্মারক নং ১৩৯(৫)                                                                                                                                                                                                       তারিখঃ ২৫/৩/২০২০খ্রিঃ।

 

বিষয়: নভেল করোনা (কোভিড ১৯) রোগে সংক্রমণ প্রতিরোধে করণীয়।

 

         নভেল করোনা ভাইরাস রোগ (কোভিড ১৯)  এর সংক্রামন মোকাবেলায় সরকার ঘোষিত ‍নিদের্শাবলি বিশেষ করে যে কোন ধরনের গনজামায়েত আহবান, গণপরিবহন ব্যবহার, লোক সমাগম হয় এমন স্থানে গমন, সরাসরি সাক্ষাৎ, বিপনী বিতান খোলা রাখা, যে কোন প্রকার ভ্রমণ ইত্যাদি হতে বিরত থাকা এবং নিম্নোক্ত বিষয় সমূহ প্রতিপালনের জন্য দামুড়হুদা উপজেলাধীন সকল সমবায় সমিতি ও এর সদস্যগণকে অনুরোধ করা হলো।

  • আগামী ০২ সপ্তাহ পর্যন্ত সমবায় সমিতির অফিস সমূহ বন্ধ কার্যক্ষেত্রে সীমিত রাখুন;
  • অফিসে/বাড়ী ঢুকে প্রথমেই সাবান দিয়ে হাত ধোঁয়া নিশ্চিত করুন। ওয়াশরুমে পর্যাপ্ত লিকুইড সাবান রাখুন;
  • হ্যান্ড শেক অথবা কোলাকুলি পরিহার করুন। শুধুমাত্র সালাম/শুভেচ্ছা বিনিময়ে সীমিত থাকুন;
  • সুবিধাজনক স্থানে হ্যান্ড স্যানিটাইজার রাখুন এবং পর্যাপ্ত সরবারহ নিশ্চিত করুন;
  • সুবিধাজনক স্থানে হাত মোছার জন্য টিস্যু, মুখের মাস্ক এবং ময়লা ফেলার জন্য পাত্র সহজলভ্য করুন এবং ব্যবহৃত টিস্যু/মাস্ক সঠিকস্থানে ফেলা নিশ্চিত করুন;
  • রুমের দরজা জানালা খোলা রেখে আলো বাতাস প্রবেশ নিশ্চিত করুন;
  • আপনার কর্মক্ষেত্রের আসবাবপত্র, নথিসহ ব্যবহার্য্য সকল জিনিসপত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখুন;
  • কেউ বসলে ১ মিটার দূরত্ব বজার রাখুন;
  • গাড়ি ব্যবহার করলে ড্রাইভার এবং গাড়ির পরিচ্ছন্নতা শতভাগ নিশ্চিত করুন;
  • সাধারণ হালকা কাশি ও  জ্বর হলেও (৯৯.১ ডিগ্রী ফারেনহাইট বা ৩৭.৩ ডিগ্রী সেন্টিগ্রেট) বাড়িতে অবস্থান নিশ্চিত করুন। তারা প্রয়োজনে বাড়িতে থেকে কাজ করবে;
  • কেউ করোনা রোগীর উপসর্গ প্রকাশ করলে আপনি কী করবেন তা আগে থেকেই পরিকল্পনা করুন;

 

 

স্বাক্ষরিত/-

(মোঃ হারুন-অর-রশীদ)

উপজেলা সমবায় অফিসার

দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

ফোনঃ 07623-56029

ucodamurhuda.chu@.gmail.com

 

 

বিতরণ :

১) উপজেলা নির্বাহী অফিসার, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

২) জেলা সমবায় অফিসার, চুয়াডাঙ্গা।

৩) উপজেলা সমবায় কর্মকর্তা, চুয়াডাঙ্গা সদর/আলমডাঙ্গা/জীবননগর, চুয়াডাঙ্গা।

Publish Date
25/03/2020
Archieve Date
30/05/2020