Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উৎপাদন মূখী সমবায় সমিতি লিঃ এর তথ্য

সমিতির  নামঃ একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ।

ঠিকানাঃ গ্রাম+ পোঃ কার্পাসডাঙ্গা, উপজেলাঃ দামুড়হুদা, জেলাঃ চুয়াডাঙ্গা ।

রেজি নং চুয়া/১৬, তারিখঃ ০৬/০১/২০১৩ খ্রিঃ।

 

উৎপাদনমূখী সমবায় সমিতির কার্যক্রমঃ

          একটি অবহেলিত এবং দরিদ্র জনগোষ্টির আর্থ-সামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে অভূত পুর্ব অবদান রেখেছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাধীন হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। সমিতিটি জেলার ভারত সীমান্তবর্তী এলাকা কার্পাসডাঙ্গা ও এর আশপাশের অবহেলিত ও দরিদ্র শ্রেনীর মানুষের সমন্বয়ে গঠিত। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের এবং মুল স্রোতাধারার বাইরে অবস্থিত বিশেষ করে হকার শ্রেনীর মানুষকে সুসংগঠিত করে তাদের ভাগ্য উন্নয়নের জনাব মোঃ হাসিবুজ্জামান সহিদ সমবায় অধিদপ্তর হতে সমবায় সমিতি হিসাবে নিবন্ধন লাভের প্রক্রিয়া শুরু করেন। এই প্রচেষ্টার অংশ হিসাবে সর্ব প্রথম ২০ (বিশ) জন হকার ও ফেরিওয়ালাকে নিয়ে জেলা সমবায় কার্যালয়, চুয়াডাঙ্গা হতে গত ০৬/০১/২০১৩খ্রিঃ তারিখে চুয়া/১৬ নম্বরে সমিতি নিবন্ধন লাভ করে। নিবন্ধন গ্রহনকারী সদস্যদের/(হকারদের) নিকট হতে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ও শেয়ার আদায়ের মাধ্যমে সমিতির মুলধন গড়ে তোলে এবং সমিতির  মুলকার্যক্রম শুরু করে। এভাবেই সমিতিটির পথ চলা।বর্তমানে ২৫০ জন সদস্য নিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে চলেছে।

 

সমিতির মুল কার্যক্রমঃ

০১। মহিলাদের মাথা আচড়ানোর পর উচ্ছিষ্ট চুল  হকারদের  মাধ্যমে সংগ্রহ করা (ক্রয় করা)।

০২। ক্রয়কৃত চুল প্রসেসিং কেন্দ্রে প্রেরণ।

০৩। প্রসেসকৃত চুল এর ঢাকা/বায়ারদের নিকট বিক্রয়।

০৪। চুল প্রসেসিং এর জন্য একাধিক ক্ষুদ্র শিল্প(চুল প্রসেসিং) গড়ে তোলা।

০৫। সমিতির সভ্য নির্বচনী এলাকায়  হকার তথা ফেরিওয়ালাদের  মধ্যে সমবায়ী মনোভাব গড়ে তোলা।

০৬। সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ।

 

উপরোক্ত কার্য সম্পদনের মাধ্যমে সমিতিটি ২৫০ জন সদস্যসহ এর কর্মচারী ও শ্রমিক মিলে প্রায় ১২০০০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টিতে প্রত্যক্ষ ভাবে ভূমিকা রেখে চলেছে।

 

অর্থনৈতিক অবস্থা/ দৃশ্যমান অবদানঃ

০১। শেয়ার মূলধনঃ এ সমিতিতে গত ৩০/০৬/২০১৭ খ্রিঃ তারিখে পর্যন্ত সদস্যদের নিকট হতে শেয়ার মূলধন আদায়ের পরিমান ছিল ১৪৬০০০/-টাকা পরবর্তীতে উক্ত খাতে ৮০০/-টাকা আদায় হওয়ায় ৩০/০৬/২০১৮ খ্রিঃ তারিখে শেয়ার মূলধনের পরিমান ১৪৬৮০০/-টাকা ।

 

০২। সঞ্চয় আমানতঃ এ সমিতিতে গত ৩০/০৬/২০১৭ খ্রিঃ তারিখে পর্যন্ত সদস্যদের নিকট হতে সঞ্চয় আমানত  আদায়ের পরিমান ছিল ৩২৯৬০০/-টাকা পরবর্তীতে উক্ত খাতে ৭০০/-টাকা আদায় হওয়ায় ৩০/০৬/২০১৮ খ্রিঃ তারিখে সঞ্চয় আমানত  পরিমান ৩৩০৩০০/-টাকা ।

 

০৩। উন্নয়ন কর্মকান্ডঃ চুল প্রসেসিং এর জন্য সমিতিটি ২৬৫টি চুল প্রসেসিং শিল্প গড়ে তুলেছে। উক্ত কেন্দ্র গুলোতে কর্মরত শ্রমিকের সংখ্যা২৬৫৩ জন। এ ক্ষেত্রে গ্রামের বেকার মহিলাদেরকে সামান্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে এ কাজে যুক্ত করায় পুরুষের পাশাপাশি নারীরা ও অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারছে ফলে নারী ক্ষমতায়ন তরান্বিত হচেছ। বর্তমানে চুল প্রসেসিং কেন্দ্র গুলোতে কর্মরত মহিলা শ্রমিক প্রায় ১১০০০/- হাজার। সমিতিটি এই বিপুল পরিমান জন গোষ্টির কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে ।

 

০৪। কর্মসংস্থান সৃষ্টিঃ সমিতির মাধ্যমে ২৬৫০ জন পুরুষ ও প্রায় ১২০০০০ জন মহিলার আত্ন -কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মহিলারা পরোক্ষ ভাবে আরো শতাধিক পরিবার অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে।

 

 

 

০৫। দেশ ও জাতির জন্য কল্যানকর ও জনহিতকর কাজঃ এ সমিতির সকল কার্যক্রম দেশ জাতীর কল্যাণের লক্ষে পরিচলিত হচ্ছে। সমিতির সদস্যগনের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশ তথা সমবায় কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ায় সমিতির মূল লক্ষ্য। এমন কি সমিতির নিবন্ধিত এলাকার অবহেলিত নারী ও শিশুদের মাঝে চিকিৎসা, শিক্ষা সহ বিভিন্ন আর্থিক অনুদান প্রদান করে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ।

 

০৬। সমবায় আন্দোলনকে বেগবান ও গতিশীল সংক্রান্ত কাজঃ এ সমবায় সমিতি এলাকাবাসীদের সমবায় বিষয়ে অবগত করতঃ সমবায় এর ছায়াতলে  আসার জন্য আমন্ত্রন  করে থাকে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক সমবায় দিবস উৎযাপন করে সমবায় আন্দোলনকে আরো গতিশীল করার ক্ষেত্রে ভূমিকা পালন করে যাচ্ছে ।

 

০৭। প্রচার ও প্রকাশনার পরিমানঃ সমিতি তার গৃহিত সকল  কার্যক্রম ও অগ্রগতি স্থানীয় ও জাতীয় প্রত্রিকায় প্রকাশ করে থাকে। বিভিন্ন সময়ে  সমবায় পত্রিকায় সমিতির কর্মকান্ড ও সাফল্য প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন প্রদর্শনীতে নিজেস্ব উৎপাদিত পণ্য সামগ্রী  বিক্রয় করে ব্যপক সুনাম অর্জন করেছে। এবং সমিতি হতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রদর্শনীতে অংশ গ্রহন করে থাকে।

 

 

 

 

(মোঃ হারুন-অর-রশীদ)

উপজেলা সমবায় অফিসার

দামুড়হুদা, চুয়াডাঙ্গা

ফোন নং- ০৭৬২৩-৫৬০২৯

 ucodamurhuda.chu@gmail.com