গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা সমবায় অফিসারের কার্যালয়
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
স্মারক নং ১৩৯(৫) তারিখঃ ২৫/৩/২০২০খ্রিঃ।
বিষয়: নভেল করোনা (কোভিড ১৯) রোগে সংক্রমণ প্রতিরোধে করণীয়।
নভেল করোনা ভাইরাস রোগ (কোভিড ১৯) এর সংক্রামন মোকাবেলায় সরকার ঘোষিত নিদের্শাবলি বিশেষ করে যে কোন ধরনের গনজামায়েত আহবান, গণপরিবহন ব্যবহার, লোক সমাগম হয় এমন স্থানে গমন, সরাসরি সাক্ষাৎ, বিপনী বিতান খোলা রাখা, যে কোন প্রকার ভ্রমণ ইত্যাদি হতে বিরত থাকা এবং নিম্নোক্ত বিষয় সমূহ প্রতিপালনের জন্য দামুড়হুদা উপজেলাধীন সকল সমবায় সমিতি ও এর সদস্যগণকে অনুরোধ করা হলো।
|
স্বাক্ষরিত/- (মোঃ হারুন-অর-রশীদ) উপজেলা সমবায় অফিসার দামুড়হুদা, চুয়াডাঙ্গা। ফোনঃ 07623-56029 ucodamurhuda.chu@.gmail.com |
বিতরণ :
১) উপজেলা নির্বাহী অফিসার, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
২) জেলা সমবায় অফিসার, চুয়াডাঙ্গা।
৩) উপজেলা সমবায় কর্মকর্তা, চুয়াডাঙ্গা সদর/আলমডাঙ্গা/জীবননগর, চুয়াডাঙ্গা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস